কালের স্বাক্ষী বহনকারী খোয়াই নদীর তীরে গড়ে উঠা হবিগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো লস্করপুর ইউনিয়ন কাল পরিক্রমায় আজ লস্করপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১০নং লস্করপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৫.৩৮ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৩,১৪৭ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৩২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/ইমা
জ) শিক্ষার হার – ৬০%
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২ টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান হিরো
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ০৫-০৬-২০১০ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৮-০৭-২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ১৪-০৮-২০১৬ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৩-০৮-২০২১ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
মশাজান আব্দাবকাই আব্দাখিজির
ডেমেশ্বর রঘুদয়াল গোয়াছপুর
হাতিরথান হামিদপুর শরীফপুর
উত্তর সুলতানশী সুলতানশী বনদক্ষিন
যমুনাবাদ এতমানজানি নোয়াবাদ
নারাইনপুর বালিহাটা চরহামুয়া
বনগাও সুঘর কৃষ্ণরামপুর
যাদবপুর দক্ষিনচর রামনগর
আদ্যপাশা ধরমপুর আলমপুর
শ্যামপুর মোহনাবাদ আহম্মদনগর
লস্করপুর গঙ্গানগর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস