সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়
এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট
চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন
কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
স্বাস্থ্যওপরিবারপরিকল্পনা
১.স্বাস্থ্যওপারিবারিককল্যাণকেন্দ্রঃমৌজাঃবাড়ীবাঁকা, খতিয়ানআরএস-৬৭৮,দাগসাবেক-১৫৯৯
হাল২৪৯৩, জমিরপরিমাণ-৩০শতক।
(ক) মেডিকেলঅফিসার ঃ১(ডেপুটিশনেঅন্যত্রকর্মরত)
(খ) সাকমো ঃ১(শূন্যপদ)
(গ) পরিবারিককল্যাণপরিদর্শিকা ঃ০১জন
(ঘ) ফার্মাসিষ্ট ঃ১
(ঙ) আয়া ঃ১ (চ)এম,এল,এস ঃ১
২. গর্ভবতীপরির্চায্যা ঃ৪৮০জন
৩. প্রসুতিপরির্চায্যা ঃ৩৯২জন
৪. শিশুপরির্চায্যা ঃ২৯৩৫জন
৫. খাওয়ারবড়িসুখি ঃ২৪৫
৬. কনডমব্যবহারকারী ঃ৯৭
৭. ইনজেকশনব্যবহারকারী ঃ৪৯৭৯জন
৮. কপার্টি ঃ১৩
৯. ইমপ্লান্ট ঃ১১৯
১০. সাধারণরোগীপরির্চায্যা ঃ৫৩৭৮জন
পরিবারপরিকল্পনাবিষয়কতথ্য
১. মোটগ্রামেরসংখ্যা ঃ১৭টি
২. মোটলোকসংখ্যা ঃপুরুষ-১৯০৮০মহিলা-১৭৯৫৮মোট-৩৭০৩৮
৩. মোটসক্ষমদম্পত্তিরসংখ্যা ঃ৯৮৭৩
৪. মোটগ্রহণকারীরদম্পত্তিরসংখ্যা ঃ৭৭৭৮
৫. মোটগ্রহণকারীরশতকরাহার ঃ৭৯.৫৪%
৬. পদ্ধতিভিত্তিকব্যবহারকারীরসংখ্যা২০১১সালঅনুযায়ী
১।স্থানীয়পদ্ধতি (ক)পুরুষবন্ধাকরন ঃ১৪৩জন
(খ) মহিলাবন্ধাকরন ঃ২২৬১জন
২। অস্থায়ীপদ্ধতি ১.দীর্ঘ্যমেয়াদী (ক)কপার্টি ঃ২০০জন
(খ)ইনজেকশন ঃ১৭১৩জন
(গ)নরপ্ল্যান্ট ঃ১৪৮
৩। স্বল্পমেয়াদী (ক) খাওয়ারবড়ি ঃ১৮০৫জন
(খ) কনডম ঃ৫০৮জন
*সবর্মোটগ্রহণকারীরশতকরাহার ঃ৭৯.৫৪%
জন- স্বাস্থ্যবিভাগ
১.সরকারীনলকুপ ঃ৩৮১টি।চলমান২৯৫টি।
২.এনজিওনলকুপ ঃ২৩টি।চলমান২৩টি
৩.ব্যক্তি মালিকানাধিন নলকুপঃ ৫৬১৬টি। চলমান৫৫৭৪টি।
৪. ইনদারা ঃরেজিঃচালূ- ১৯টি, রন্ধ-৬৫টি মোট৮৫টি
৫. পাটকুয়া ঃরেজিঃচালু-১টিবন্ধ২টি মোট০৩টি
অত্র ইউনিয়ন এলাকায় নবীননগর, যাদবপুর, বাজিতপুর, বুড়িপোতা, গোভীপুর, কামদেবপুর ও গুচ্ছগ্রাম ও রাধাকান্তপুর এলাকার পানির মাত্রা অতিরিক্ত আর্সেনিক আক্রান্ত। জরুরী ভিত্তিতে অত্র এলাকার জন্য স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা গ্রহণ করা দরকার।
স্বাস্থ্যসম্মতপায়খানাঃ ইতো মধ্যে ২০০৩ সালে বেজলা ইনসার্ভে অনুযায়ী অত্র এলাকায় ৬৩৩৫ টি পরিবার বসবাস করে। তার মধ্যে নিজস্ব ৪৩৮৫টি পরিবার, যৌথ পরিবার ল্যাট্রিন ব্যবহার করে ১৪৬০টি পরিবার।, ল্যাট্রিন নেই ১৪৯১ টি পরিবারে, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। সকলের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করতে অত্র পরিষদ কর্তৃক বিভিন্ন কাযর্ক্রম গ্রহণ করা হয়েছে। আশা করা যায় চলতি বছরে ইসকলের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
২০১২ সালের ডিসেম্বর পযর্ন্ত সকলের জন্যস্বাস্থ্য সম্মত পায়খানা নিশ্চিত করতে হলে হতদরিদ্র প্রায় ১২০০নতুন পরিবার প্রধানদের বিনা মূল্যে এখনও রিংস্লাব সরবরাহ করতে হবে। এব্যাপারে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(ক)স্বাস্থ্যসম্মতপায়খানাব্যবহারকারী৪৩৮৫টিপরিবার।
(খ)অস্বাস্থ্যসম্মতপায়খানাব্যবহারকারী১৪৬০টিপরিবার।
(গ)খোলাজায়গায়মলত্যাগব্যবহারকারী১৪৯১টিপরিবার।
(চ)আর্সেনিকযুক্তটিউবওয়েলেরসংখ্যা১২৯৭টি।
অত্রইউনিয়নএলাকায়৪১জনআর্সেনিকরোগীসনাক্তহয়েছে।
২০১২ সালের ডিসেম্বর পযর্ন্ত সকলের জন্যস্বাস্থ্য সম্মত পায়খানা নিশ্চিত করতে হলে হতদরিদ্র প্রায় ১২০০নতুন পরিবার প্রধানদের বিনা মূল্যে এখনও রিংস্লাব সরবরাহ করতে হবে। এব্যাপারে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
(ক)স্বাস্থ্যসম্মতপায়খানাব্যবহারকারী৪৩৮৫টিপরিবার।
(খ)অস্বাস্থ্যসম্মতপায়খানাব্যবহারকারী১৪৬০টিপরিবার।
(গ)খোলাজায়গায়মলত্যাগব্যবহারকারী১৪৯১টিপরিবার।
(চ)আর্সেনিকযুক্তটিউবওয়েলেরসংখ্যা১২৯৭টি।
অত্রইউনিয়নএলাকায় ৪১ জন আর্সেনিক রোগী সনাক্ত হয়েছে।
অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। প্রকল্প সমূহ যথাক্রমে :-
১। ব্র্যাক পরিচালিত যক্ষা প্রতিরোধ কর্মসূচী।
২। এনভেঞ্জার হেলথ ও মায়ের হাসি মাঠ সেবা কার্যক্রম।
৩। মাসিক টিকাদান এবং ইপিআই কর্মসূচী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস